সম্মেলনের দুই মাস পর আওয়ামী যুুবলীগ বরগুনা জেলা শাখার ১০১ সদস্য কমিটির ২৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে রেজাউল ইসলাম এ্যাডমকে সভাপতি, সাহাবুদ্দিন সাবুকে সহ-সভাপতি, আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জুনায়েত জুয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।
দীর্ঘ ১৬ বছর পর বরগুনা জেলা যুুবলীগ কমিটি গঠন করা হলো। গত বছরের ২২ ডিসেম্বর বরগুনায় যুুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
নতুন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন যেভাবে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি নিবেদিত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি, যুুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনেও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করবো।
সূত্র: বিডি প্রতিদিন
![](https://www.jubokantho.com/cloud/archives/fileman/jk-ppe-ad.jpg)