সুপারমডেল বলতে যা বুঝায় তাই ছিলেন ম্যারি হেলভিন। আবেদনময়ী এই মডেল ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রেমিকা। এছাড়া তার ঘনিষ্টতা ছিল হলিউড অভিনেতা মারলন ব্রান্ডো এবং ওয়ারেন বেটির সঙ্গেও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ পথে বসেছেন এই সুপারমডেল। তাকে চাকরি খুঁজে মরতে হচ্ছে বিভিন্ন জায়গায়। এ খবর দিয়েছে ডেইলি মেইল।
নিজের এই পরিণতি নিয়ে হেলভিন বলেন, আমি আত্মনির্ভরশীল মানুষ। আমি জানি না, আমার কী করা উচিৎ। কারণ এই মহামারিতে আমার সব সঞ্চয় শেষ হয়ে গেছে। ৬৯ বছর বয়স্ক হেলভিন হাওয়াইতে বেড়ে উঠেছেন। এখন এই করুন অবস্থা হলেও একসময় তার চলাফেরা ছিল পশ্চিমা দেশগুলোর ধনকুবেরদের সঙ্গে।
বর্তমানে লন্ডনে বাস করছেন তিনি।
কিন্তু এখানে কাজ পাচ্ছেন না তিনি। তাই নিজের বেড়ে ওঠা হাওয়াইতে চলে যেতে চাইছেন হেলভিন। ১৯৮৫ সালে শুধু ডিভোর্স থেকেই তিনি পেয়েছিলেন এক লাখ ডলারের বেশি। এরপর আর বিয়ে করেননি তিনি।