ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃমাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ফারুক হাওলাদার ব্রিগেডিয়ার জেনারেল পদে পদন্নতিতে এলাকার সুশীল সমাজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় ডাসার উপজেলার পাথুরিয়া পাড় বাজার জামে মসজিদ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক মোঃ মতিয়ার রহমান ( মতিন) হাওলাদারের সভাপতিত্বে ও মোঃ হান্নান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য পদন্নোতি প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল(এ,এফডব্লিউ,সি,পি,এস,পি) মোঃ ফারুক হাওলাদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাসেম হাওলাদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বি,এম,হেমায়েত হোসেন।
আরও উপস্থিত ছিলেন, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খাঁন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মাদ হাওলাদার, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার,সুশীল সমাজের লোকজন সহ ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন পাথুরিয়াপাড় বাজার জামে মসজিদের ইমাম। এ সময় দেশ জাতির শান্তি ও মঙ্গল কামনা সহ উপস্থিত সকলের প্রতি দোয়া প্রাথর্না করে মোনাজাত করেন।