বক্স অফিসে ‘লাল সিং চাড্ডা’র নিদারুণ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এ সিনেমায় নিজের জন্য নির্ধারিত পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খান। সিনেমার ব্যর্থতার জন্যও নিজেকে দায়ী করছেন এ অভিনেতা।
মুক্তির পর থেকেই বিনোদনপ্রেমীদের চর্চার কেন্দ্রবিন্দুতে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। কখনও প্রদর্শনী বন্ধ, কখনও বা আমিরের চরিত্রই সিনেমায় পছন্দ হয়নি দর্শকের। এবার প্রশ্ন তুললেন স্বয়ং সিনেমার প্রযোজক।
তার মতে, আমিরের দোষেই মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। আর এজন্য আমিরের প্রতি বেজায় বিরক্ত তিনি। তার অভিযোগ, সিনেমার বিষয়ে নাকি কোনো মতামতই নেয়ার প্রয়োজন বোধ করেননি আমির। ফলে চটেছে প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮।
এদিকে, বক্সঅফিসের ক্ষতি পোষাতে ‘লাল সিং চাড্ডা’র জন্য পারিশ্রমিক না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। প্রায় ১০০ কোটি রূপি ক্ষতি হয়েছে লাল সিং চাড্ডা’র। আর বক্সঅফিসে আয় করেছে মাত্র ৬০ কোটি রুপি। সিনেমার এ ক্ষতির দায় আমির খান নিজের কাঁধে নিয়েছেন। সিনেমার ব্যর্থতার জন্যও নিজেকেই দায়ী করছেন তিনি।