![]()
ভোলা প্রতিনিধি,কামরুজ্জামান শাহীন: ভোলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারদিন(১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।
নিহত ফারদিন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কর্মকতা মো. হোসেন ছেলে। সে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।
নিহত ফারদিনের ফুফাতো ভাই বলেন, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ফারদিন। বন্ধুরা সদর হাসপাতালে নিয়ে আসলে খবর পেয়ে সেখানে দেখতে যাই। আশংকাজনক অবস্থায় ভোলা হাসপাতাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মাদারিপুরের কাছাকাছি গেলে সে তার মৃত্যু হয়।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের ইনচার্জ মো. মামুন জানান, শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফারদিন, রোহানসহ তিনজন মোটরসাইকেল দুর্ঘটনার রোগী আসে হাসপাতালে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ফারদিনের মৃত্যুর সংবাদের কথা শুনে তার আত্মীয় স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

