মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
হবিগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (২৫ সেপ্টেম্বর২২) ইং সকাল ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ব নদী দিবস এর আয়োজনে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শামীম হাসনাইন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী, বাপাউবো, হবিগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি); অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সভাপতি, বাপা, হবিগঞ্জ; তাহমিনা বেগম গিনি, সহসভাপতি, বাপা, হবিগঞ্জ; জালাল উদ্দিন রুমি, নেটওয়ার্ক পারসন, বেলা, হবিগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।