গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় ঘাঘট নদীর উপর নির্মিত ভেড়ামারা পিসি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে গাইবন্ধা সদর উপজেলার কিশামত বালুয়া থেকে পৌরসভার খানকা শরীফ সড়কে ঘাঘট নদীর উপর নবনির্মিত ভেড়ামারা পিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
সেতুটি উদ্বোধনের ফলে শহরের পশ্চিমাঞ্চলের সাথে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের এক নবদিগন্ত উন্মোচিত হলো। সেতুটি উদ্ধোধনের মধ্য দিয়ে সদর উপজেলার খোলাহাটি ও কুপতলা ইউনিয়নসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ভেড়ামারা রেল ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর উপর ৮১ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ৪৫ লক্ষ টাকা। সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বর্তমান সরকারের সময় দেশের অনেক উন্নয়ন হয়েছে।
দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রিজ, কালভার্ট ও সড়ক যোগাযোগে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর আহবান জানান।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করে। হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারে। যাতে কোন অপশক্তি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।