ভারতে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নতুন নয়। তবে এবার এক তুচ্ছ কারণে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের নাগপুরের একটি সরকারি হাসপাতালে চা না দেওয়ায় অস্ত্রোপচার ফেলে অপারেশন থিয়েটার থেকে চলে গেছেন চিকিৎসক।
গত ৩ নভেম্বর নাগপুরের মাউদা তহসিলের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে আটজন নারীর জন্মনিরোধক অস্ত্রোপচারের (ভ্যাসেকটমি) জন্য সময় নির্ধারিত ছিল। কিন্তু চারজনের অস্ত্রোপচার শেষ হলেও বাকি একজনের অ্যানেস্থেশিয়া দেওয়া অবস্থায় চিকিৎসক চলে যান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তেজরাং ভালাভি নামের ওই চিকিৎসক হাসপাতালের কর্মীদের কাছে এক কাপ চা চেয়েছিলেন। চা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে অস্ত্রোপচার সম্পন্ন না করে চলে যান। চিকিৎসক ভালাভি চলে যাওয়ার পর হাসপাতাল প্রশাসন জেলা মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করেন। এরপর অন্য একজন চিকিৎসককে পাঠিয়ে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নাগপুর জেলা পরিষদের কর্মকর্তা সৌম্য শর্মা জানান, বিষয়টি তদন্ত করার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিষদের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই খবর আমাকে পঞ্চায়েত সমিতি জানিয়েছে। আমি অবিলম্বে নাগপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করে বাকি অপারেশনের জন্য চিকিৎসক পাঠাতে বলি। আমাকে বলা হয়, চা পাননি তাই অপারেশন না করে চলে গেছেন ডাক্তার। অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছি এবং তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট আসার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুরুতর বিষয়। তুচ্ছ বিষয়ে অপারেশন ছেড়ে চলে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইপিসি আইন ৩০৪ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া উচিত।’