![]()
হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রফতার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,উজধারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুল মিয়া (৪১), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রিয়াজ আহম্মেদ সবুজ (৩০), মৃত আব্দুল মান্নানের ছেলে মোস্তাফিজুর রহমান(৪৫),জয়নাল আবেদিনের ছেলে গাজী রহমান (৪৪), মৃত জহিরউদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬৩) ও জোহাব আলীর ছেলে নুর ইসলাম (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার দিন রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের এক ফাঁকা মাঠের গাছের নিচে গুটি খেলার জুয়ার বোড থেকে নগদ অর্থসহ ৬ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় জোয়া খেলার গুটি, জোয়ার বোড ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।
রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃত ৬ জুয়াড়ির নামে জুয়া আইনে মামলা রুজু করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

