নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে পাজারো জিপগাড়ির চাপায় মফিজুল ইসলাম (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল রাজশাহী শহরের রাজপারা বহরমপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। সে জীবিকার কারণে বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া গুচ্ছগ্রামে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মফিজুল তার ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী পাজারো জিপগাড়িটি একই দিকে আসা একটি ট্রাক ওভারটেক করার সময় ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, জিপগাড়ি ও চালক আহসান হাবীবকে আটক করা হয়েছে। জিপগাড়িটি একটি প্রাইভেট কোম্পানির।