রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি :
“করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫জুন বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এক র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পর উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনাসভা সহ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।
অন্যান্যদের উপস্থিত ছিলেন বেসরকারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ,শিক্ষকবৃন্দ প্রমুখ।
আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষ রোপন করা হয়।