রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জে বাঘের সাথে জীবন বাজি রেখে লড়াই করে ঘরে ফিরলেন রেজাউল পাইক(৪৫)। এসময় তিনি বাঘের আক্রমনে আহত হন। আহত রেজাউল পাইক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় ব্যক্তি রাকিবুল হাসান জানান শনিবার(১০ আগষ্ট) বেলা ১২ টার দিকে রেজাউল পাইক সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে নিজের বাড়ির জ্বালানি সংগ্রহের জন্য সুন্দরবনে যান। জ্বালানি সংগ্রহকালিন সময়ে হঠাৎ ঝোপের মধ্যে থেকে বাঘ এসে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লে আহত হন এবং বাঘের আক্রমন থেকে নিজেকে বাঁচাতে বাঘের মুখে আঘাত করলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়।
জানা যায় রেজাউল শ্রবন প্রতিবন্ধী । আহত রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী ও কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে রেজাউল পাইক আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন।