ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে শহরের বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু লোককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা জানার জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্স (সাবেক টুইটার) পোস্টে হতাহতদের প্রতি গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার ও সহায়তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নের দাবি জানান।
পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আগুন লাগার পর বহু মানুষ ভবনের ভেতরে আটকে পড়ে। কোনো কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই এত প্রাণহানি ঘটেছে।”
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
