নাটোরের সিংড়ায় ধানবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
দেবাশীষ কুমার সরকার, নাটোর প্রতিনিধি :
জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর এলাকা থেকে ধান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রাক। ট্রাক দুটি শেরকোল শাহী বাজারে আসলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তার অনুসারীরা।
ধানের মালিক আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন।
ধানের মালিক আবু বক্কর বলেন, ধানের ট্রাক রওনার দেয়ার পরে কয়েকজন এসে আমাদের ট্রাকে চাঁদা দাবি করে। আমি থানায় অবস্থান করছি। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
