প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে যানজট নিরসন রাখতে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা নিয়ে পদক্ষেপ গ্রহন করেছেন। রোববার(৪মে) সকাল থেকে রাজারহাট থানার পুলিশ ও গ্রাম পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজারহাট সদর বাজারের ভিতরের অটোরিক্সাগুলো সরিয়ে দেন। অটো রিক্সাগুলোকে বাজারের ৬টি স্থানে স্ট্যান্ড করে সেখানে রাখার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের পরামর্শক্রমে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক থানার পুলিশ বাহিনী, উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বনিক সমিতির কমিটির কার্যকরি সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্ট্যান্ডগুলো পরিদর্শ করেন। এসময় বাজারের ফুটপাতে রাখা দোকান, টিনের চালা সরিয়ে নিতে লিফলেট বিতরন করেন। এছাড়া বাজার বনিক সমিতি থেকে জনস্বার্থে মাইকিং করে প্রচারনা চালানো হয়। এ অভিযান আগামী ১৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। যদি এরপরও যানজট মুক্ত হতে ব্যাহত হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক জানান। তিনি আরও বলেন- রাজারহাট উপজেলাকে যানজট মুক্ত করতে পারলে এটি জেলার মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারের ভিতর দিয়ে সরু সড়কের কারণে যত্রতত্র অটোরিক্সাগুলো অবস্থান করে যানজটের সৃষ্টি করে। এছাড়া দিনের বেলায় ট্রাকগুলো লোড-আনলোড করায় যানজটের কবলে পড়ে যাবাহনগুলো। ফলে ঘন্টার পর ঘন্টা এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানজটে পড়া যানবাহনগুলোকে।
বাইপাস সড়ক কিংবা ফ্লাইভারের দাবীতে দীর্ঘদিন ধরে রাজারহাট উপজেলাবাসী দাবী জানিয়ে আসলেও কোন প্রশাসন পদক্ষেপ গ্রহন না করায় রাজারহাট বাজার এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন-অটোরিক্স মালিকসহ সকলে সহযোগীতা করলে বাজারে যানজট নিরসন হতে পারে। আমরা প্রশাসন সব সময় আপনাদের সাথে নিয়ে যানজট মুক্ত রাখার চেষ্টা অব্যাহত রাখবো।
