যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এক ঘণ্টা পরেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলা হয়। এতে পাকিস্তানকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দিল্লি।
শনিবার (১১ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।
বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।
১৯ দিনের উত্তেজনা, যেভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান
এ সময় কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া আছে।
এর আগে, টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় হয়েছে ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। তার কয়েক ঘণ্টা পরেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।
