তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন থেকে সরে আসেননি তারা। কেউ ছাতা মাথায়, কেউবা বৃষ্টিতে ভিজেই দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়েই অবস্থান করছিলেন। আন্দোলনের শুরু বুধবার থেকে হলেও আজও ক্যাম্পাস থেকে বাসে করে শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।
জবি শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:
১. আগামী অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা কার্যকর করা,
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করা,
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) ‘জুলাই ঐক্য’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদল ইউজিসিতে স্মারকলিপি দিলেও আশানুরূপ সাড়া না পেয়ে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
এর ধারাবাহিকতায় বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক আহত হন। তাদের অনেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা। বৃষ্টিও তাদের দৃঢ় মনোবলকে দমাতে পারেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান ত্যাগ করবেন না।
