![]()
মৌসুমি বায়ু এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে দেশ থেকে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় সারাদেশে বর্তমানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এরপর বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের বেলায় এবং রাতের তাপমাত্রায় সারাদেশে তেমন কোনো বড় পরিবর্তন আসবে না বলে আশা করা হচ্ছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, আগামী সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে। তার আগে, শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে ভারী বৃষ্টির তেমন কোনো জোরালো সম্ভাবনা নেই। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এর আগে সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

