
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আজ সোমবার, ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। শার্শা উপজেলার ৫নং পুটখালি ইউনিয়নের ০৫ নাম্বর ওয়ার্ডের বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
০৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান,
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যোগাযোগ সম্পাদক জনি হায়দার, সদস্য পিন্টু, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক অলিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগা-আঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনেয়াম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহানুর রহমান শাওন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ছাত্রনেতা রনি আহম্মেদ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি, সদস্য মহাসিন কবির এবং ইউনিয়নের যুবদল নেতা জিয়াউর রহমান ও লিটন হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মফিকুল হাসান তৃপ্তি বলেন— আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি তারেক রহমান সাহেবকে উপহার দেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি আধুনিক শার্শা উপহার দেব। এখানে আধুনিক হাসপাতাল নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু, গ্রাম পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা সম্প্রসারণ,দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমার প্রধান কাজ।
তিনি আরও বলেন— বিএনপি কখনো অপকর্ম ও সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে এবং অন্যায়ের রাজনীতি করেছে— আমরা তাদের ধারায় চলি না। বিএনপি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার।

