রাজধানীতে ২৬ হাজার ইয়াবাসহ আব্দুল কাদের শাহিন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রমনা থানার নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফীন জানান, কক্সবাজার থেকে মিনিবাসযোগে মাদক ব্যবসায়ীরা ইয়াবার একটি চালান নিয়ে ঢাকায় আসছে- এমন তথ্যের ভিত্তিতে রাতে নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিনকে আটক করা হয়। এ সময় শাহিনের পিঠে ঝোলানো একটি ব্যাগ থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে মিনিবাসে তল্লাশি করে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শাহিন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন এবং তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই ডিবি কর্মকর্তা।
সূত্র: কালের কন্ঠ
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
