গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি টয়লেট থেকে নূর হাওয়া নামে চার মাস বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা তাঞ্জি বেগমকে (৩৭) আটক করা হয়েছে। গত ৩১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধুমাইটারী মহল্লার তেঁতুলতলার জনৈক নুরুল ইসলামের পারিবারিক টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঞ্জি বেগম একই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। নিহত নূর হাওয়া তাদের একমাত্র সন্তান। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন নূর হাওয়া নিখোঁজ এমন অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। শিশুটির মায়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঞ্জির স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
