স্বপ্নীল দাস,পটুয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে স্থান করে নিলেন সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার চার কৃতি সন্তান।
তারা হলেন ওয়াহিদ খান রাজ,সাজিদ আহমেদ দীপ্ত,আরিফ আলী,জাহিদুল ইসলাম নোমান।
বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য থাকা পদগুলোতে গতকাল দায়িত্ব প্রদান করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের শূন্য পদগুলোতে দায়িত্ব প্রদান করা হয়।
উক্ত কমিটিতে সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার কৃতি সন্তানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের যোগ্যতায় যায়গা করে নিয়েছেন।
তাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াহিদ খান রাজ।
ওয়াহিদ খান রাজ বিগততে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য,কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের শূন্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ আলী,সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম নোমান,কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাজীদ আহমেদ দীপ্ত।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
