রোমান আহমেদ, জামালপুর:
জামালপুরে মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মনিরাজপুর মোড় এলাকার একটি কাঠ গাছের বাগান থেকে ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, হয়তো রাতের বেলা ওই কিশোরীকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে । ফজরের নামাজর পর মসজিদ থেকে ফেরার সময় মুসল্লিরা লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা জায়নি।
জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা কিনা।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
