চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিকুল ইসলাম, প্রবীন হিতৈষীর সভাপতি আকবর হোসেন,৭১ টিভির জেলা প্রতিনিধি এ,কে এস রোকন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলী,কোষাধ্যক্ষ শাহ্ আলম, সদস্য তৌহিদুল আলম টিয়া, মো. নুরতাজ আলম, এম. রফিকুল ইসলাম, মো,আশফাকুর রহমান রাসেল,শামসুল নাহার সোহনা,আল আমিন, নাদিম প্রমূখ।
আলোচনা সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয়াদি, গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ট তথ্য নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য আহবান ও সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে শিবগঞ্জ উপজেলার
প্রয়াত নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের উদ্ধোধনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পথযাত্রা শুরু হয়।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
