দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য হওয়ার রায় বাতিল করতে হাইকোর্টের দারস্থ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার (২২ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আদেশের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন তিনি।
মামলাটি ভিত্তিহীন দাবি করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার আবেদনে বলেন, কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এ কারণে তার বিরুদ্ধে হওয়া রায়টি বাতিল করা হোক।
আগামী সোমবার ইমরান খানের এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানায় দেশটির নির্বাচন কমিশন। রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় তার সংসদ সদস্য পদ খারিজ ও পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদেশ থেকে পাওয়া উপহারের তথ্য গোপন করেছেন। যা আইনের লঙ্ঘন। এছাড়া তিনি কিছু উপহার বিক্রিও করেছেন।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
