রাজধানীর তিতুমীর কলেজে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবারের ওই ঘটনার পর রোববার রাজধানীর বনানী থানায় তিতুমীর কলেজের এক ছাত্রলীগ নেতা ও তাঁর সহযোগীদের নামে অভিযোগ দেন তরুণী। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম মিয়া। এ ছাড়া কলেজ শাখা ছাত্রলীগ থেকে ওই নেতাকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বাঙ্লা কলেজের ওই ছাত্রী গত বৃহস্পতিবার পরীক্ষা দিতে তিতুমীর কলেজে গেলে ছাত্রলীগ নেতা ইমাম হাসান শুভ যৌন হয়রানি করেন। প্রতিবাদ করলে দলবল নিয়ে শুভ তাঁকে জিম্মি করে টাকা আদায় করেন।
বনানী থানার ওসি নূরে আলম মিয়া জানান, এ ঘটনায় ওই ছাত্রী শুভ ও তাঁর চার সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হাসান শুভ, তাঁর সহযোগী সাব্বির হাসান রাতুল, রাশেদুল ইসলাম সামি, মেহেরাব হোসাইন ইকরাম ও সৈকত সম্রাট। তাঁরা সবাই তিতুমীর কলেজের শিক্ষার্থী।
শুভকে বহিস্কারের সুপারিশ কলেজ ছাত্রলীগের
এ ঘটনায় শুভকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করেছে তিতুমীর কলেজ ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
সভাপতি রিপন বলেন, ‘সাংগঠনিক ইউনিট হিসেবে তাঁকে আমরা শাস্তি দিতে পারি না। শাস্তি দিতে পারে একমাত্র কেন্দ্রীয় কমিটি। আমরা শুধু শাস্তির সুপারিশ করতে পারি, সেটা করা হয়েছে।’
সাধারণ সম্পাদক জুয়েল বলেন, ‘শুভর কর্মকাণ্ডে কলেজ ছাত্রলীগের সম্মান ক্ষুণ্ণ হয়েছে; আমরা বিব্রত।’
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
