মর্টার বিস্ফোরণ ও আকাশসীমা লঙ্ঘনসহ মিয়ানমারের বিভিন্ন উসকানিতে বাংলাদেশ এখনও ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
রোববার (৩০ অক্টোবর) জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে আরকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের ভূ-খণ্ডে মর্টারের গোলা বিস্ফোরণ, আকাশসীমা লঙ্ঘনসহ কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। তবে, মিয়ানমারের উসকানিমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ এখনও পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উদ্ভুত সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস, ইয়াংগুন থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ মিয়ানমার সরকারকে অবহিত করা হয়েছে। এ ছাড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরকে তাগাদা দেয়া হয়েছে। জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি অনুষ্ঠানে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
