ভরা পার্টিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমেরিকান জনপ্রিয় ব্যান্ডের র্যাপার টেক অফ। তার আসল নাম কিরশ্নিক খড়ি। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। তিনি ছিলেন আমেরিকান ব্যান্ড ‘মিগোস’র সদস্য।
আমেরিকার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হিউস্টনের বিলিয়ার্ডস এবং বোলিং অ্যালিতে আত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে খেলছিলেন টেক অফ। এসময় খেলার মাঝে ঝগড়া শুরু হলে ভিড়ের ভেতর থেকে তাকে কেউ গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ৪০-৫০ জন অতিথি ছিলেন ব্যক্তিগত সেই পার্টিতে। তাদের মধ্যেই কেউ এই র্যাপারকে গুলি করেন। গুলিটি টেক অফের মাথা এবং ঘাড়ের মাঝামাঝি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
জানা গেছে, নিরাপত্তারক্ষীরা আওয়াজ শুনলেও কে গুলি করেছেন দেখতে পাননি। পুলিশ এসে দেখে, নিথর পড়ে আছেন টেফ অফ। তিনি ছাড়াও তার বন্ধু তথা ব্যান্ডের আর এক সদস্য কোয়াভোও আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও দুজনকে জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
