শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে আনন্দ টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১১ মার্চ বুধবার সৈয়দপুর সরকারী ডিগ্রী কলেজের মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারী ডিগ্রী কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ডাঃ শহীদুল্লাহ, সৈয়দপুর কলেজের অধ্যাপক নার্জিজ বানু, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুল হক সোহেল, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ করিম, সাপ্তাহিক সাফ জবাব পত্রিকার নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম্, সৈয়দপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি পি কে সাইদুল, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মাশরুম চাষি আজিজুল হক।
আনন্দ টিভি’র সৈয়দপুর প্রতিনিধি মহসিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক অবজারভার এর নীলফামারী জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের। আলোচনা অনুষ্ঠানের পূর্বে একটি বর্নাঢ্য র্যালী কলেজ চত্বর প্রদক্ষিণ করে এবং শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়। এ সময় কলেজটির ৬০ জন প্রভাষক ও অনার্স এবং ইন্টার মিডিয়েট, ডিগ্রির ৫ শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
