সাদিকুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস এর সংক্রামন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির জরুরী সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবার মাক্স পরার প্রয়োজন নেই, সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন, আমাদের স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে খোজ খবর রাখছেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার গুলো হলো- ০১৭৩০৩২৪৫৬৬, ০১৮১৮০৩৮৩০০, ০১৬৮৯৩৫৩৬৫৩।
সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক চিকিৎসক ডাঃ আরঙ্গজেব।
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
