ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা আর পাকিস্তানের তারকা অল-রাউন্ডার শোয়েব মালিকের বিয়ে নিয়ে তুলকালাম হয়ে গিয়েছিল দুই দেশে। ভারত-পাকিস্তান এমনিতেই চিরশত্রু। ২০১০ সালের ২ এপ্রিল ওই বিয়ের ঘটনায় উগ্র জাতীয়তাবাদীরা ক্ষেপে গিয়েছিল। তবে অনেক মানুষ তাদের এই বিয়েকে দুই দেশের সম্পর্ক জোরদার হিসেবে দেখেছেন। তবে গত ১০ বছরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক মিলন না হলেও জমিয়ে সুখের সংসার করছেন সানিয়া-শোয়েব।
সানিয়াকে বিয়ের সময় রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কতটা টেনশন নিতে হয়েছিল শোয়েবকে? সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘না, একেবারেই চিন্তিত ছিলাম না। বিয়ের ক্ষেত্রে সঙ্গী কোথাকার, দুই দেশের সম্পর্ক কেমন বা রাজনীতির কথা মাথায় আসে না।কাউকে ভালবাসলে তাকে বিয়ে করাই আসল। এর বাইরে সে কোন দেশের তা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। বৃহত্তর দৃষ্টিকোণে যদি দেখি, আমার অনেক ভারতীয় বন্ধু আছে। দুই দেশের সম্পর্কের কারণে আমাদের মাঝে কোনো সমস্যা নেই। আর আমি ক্রিকেটার, রাজনীতিবিদ নই।’
চলতি লকডাউনের মাঝে সানিয়া ছিলেন ভারতে। পাঁচ মাস স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা হয়নি শোয়েবের। অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান জানিয়েছেন, শোয়েবের অনুরোধে তাকে ট্রেনিং ক্যাম্প থেকে ছুটি দেওয়া হয়েছে। পাকিস্তানের ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে আছেন শোয়েব। ২৮ জুন ইংল্যান্ডে রওনা হবে পাকিস্তানের ক্রিকেট দল। চার সপ্তাহের ছুটি পেয়েছেন শোয়েব। এই সময়টা পরিবারের সঙ্গে কাটিয়ে ২৪ জুলাই তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।
সূত্রঃ কালের কন্ঠ
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
