রাজধানীর কড়াইল বস্তিতে চার বছর বয়সী শিশু মিম হত্যার ঘটনায় তার ভাই আল-আমিনকে (১৪) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং -এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।
সুজয় সরকার বলেন, বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোই ছিল শিশুটির অপরাধ।
প্রসঙ্গত, বুধবার সকালে কড়াইল বস্তির একটি গোসলখানা থেকে শিশু মিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিলো। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর খোঁজাখুঁজি করে একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।
