মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামী আবু তালিবকে গ্রেফতার করেছে র্যাব ৯ সিপিসি১ (শায়েস্তা) হবিগঞ্জ। বাহুবল উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার( ৫ সেপ্টেম্বর ২২) ইং দুপুরে র্যাব ৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব হবিগঞ্জ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে বাহুবল উপজেলার মিরপুরের ছেরেগ আলী পেট্রোল পাম্প এ অভিযান চালায়। এ সময় গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আবু তালিব (৪০ কে গ্রেফতার করা হয়।সে বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের হাহির মিয়ার পুত্র। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।