ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে জোবায়ে হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে এঘটনা ঘটে। জোবায়ের ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
জানাগেছে, বুধবার সকালে প্রতিবেশী ফরমান আলীর বাড়িতে যায় জোবায়ের। ওই সময় সেখানে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বৈদ্যুতিক চার্জে লাগানো ছিল। ভ্যান গাড়ির কাছে খেলতে গিয়ে জোবায়ের বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
