কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার (৭ মে) সকালে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাতভর গোলাগুলির সময় পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া গোলায় হতাহত হন স্থানীয় বাসিন্দারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যার জবাবে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফ্ফরাবাদে ভারত ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এর প্রতিশোধ নিতে পাকিস্তান সেনাবাহিনী অভিযান শুরু করেছে বলেও জানান আইএসপিআরের মহাপরিচালক।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, জবাবি হামলায় অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী।
উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কায় কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে উভয় দেশ।
