উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াই:
নড়াইলে ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার’র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান (মন্গবার ৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো: অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড ভওয়াখালী গ্রামস্থ ভওয়াখালী ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বাহিরডাঙ্গা গাঁমী পাঁকা রাস্তার উপর থেকে ধৃত আসামি মো: কাজেম মোল্লা ওরফে কাদের মোল্লা (৩২) পিতা: মো: এলাহী মোল্লা, সাং-ভওয়াখালী থানা-নড়াইল সদর, জেলা- নড়াইল এর দখল হইতে একশ গ্রাম গাঁজাসহ (মন্গবার ৬ মে) রাতে উদ্ধার পূর্বক জব্দ করা হয় । এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
